হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ড গড়বেন আশিক!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৬
১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। এবার বিজয় উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে এক রোমাঞ্চকর বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন! কিন্তু এই ৫৪ জনের মধ্যে একজন ভিভিআইপি ব্যক্তিত্বের জাম্প নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা! তিনি হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
তিনি এই ঐতিহাসিক জাম্পটি করবেন এক বিশেষ হেলমেট পরে। সেই হেলমেটে আঁকা রয়েছে সম্প্রতি গুলিবিদ্ধ হয়ে সংকটাপন্ন অবস্থায় থাকা শরিফ ওসমান বিন হাদির ছবি! প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি মাত্র কয়েকদিন আগেই সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হন এবং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনার একটি প্রতীকী আহ্বান হিসেবেই আশিক চৌধুরী এই উদ্যোগ নিয়েছেন।
১৬ ডিসেম্বর, স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে ৫৪ জন প্যারাট্রুপারের এই প্যারাস্যুটিং শুধু বিশ্ব রেকর্ড নয়, এটি স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড হিসেবে পরিচিত হাদির প্রতি এক গভীর সংহতি। আগামী ১৬ ডিসেম্বর সকাল ১১টা ৪০ মিনিট থেকে ঢাকার তেজগাঁও পুরনো বিমানবন্দরে এই বিশেষ আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।