শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১৫:২৯

সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে তিনি এ তথ্য জানান।

ফখরুল বলেন, “আমাদের নেতা খুব শিগগিরই আমাদের মাঝে আসবেন। নেতা যেদিন বাংলাদেশে পা দেবেন, সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। আমরা সেদিন গোটা দেশের চেহারাকে বদলে দিতে চাই।”

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে পুরোপুরিভাবে জয়লাভ করতে হবে। “অনেক বাধা-বিপত্তি আসবে। বিএনপির বিরুদ্ধে প্রচারণা চলছে, সেটি চলতে থাকবে। সবকিছু কাটিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে হবে।”

বিএনপি মহাসচিব আরও জানান, আজ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশে নতুন নেতৃত্ব সৃষ্টির সুযোগ আসবে এবং জনগণকে সঙ্গে নিয়ে প্রতিনিধিত্বশীল সংসদ গঠন করা যাবে, যার নেতৃত্বে থাকবেন তারেক রহমান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top