জুলাই বিপ্লবের সংগঠক ওসমান হাদির মৃত্যু ‘শহীদি’: নাহিদ ইসলাম
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৪
জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক ও আন্দোলনকর্মী ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি এই মৃত্যুকে ‘শহীদি মৃত্যু’ হিসেবে উল্লেখ করে বলেছেন, এটি জুলাই-পরবর্তী বাংলাদেশের জন্য সাহস, ত্যাগ ও অনন্য আত্মনিবেদনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ করবেন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় নাহিদ ইসলাম বলেন,
“ওসমান হাদি হাসিমুখেই শহীদি মৃত্যুকে বরণ করেছেন। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন নিয়ে তিনি জীবন দিয়েছেন, সেই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রয়াত এই আন্দোলন নেতার আত্মত্যাগ জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে দেশের লাখো মানুষের জন্য স্থায়ী প্রেরণা ও সাহসের প্রতীক হয়ে থাকবে। ভবিষ্যতের সকল গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সংগ্রামে ওসমান হাদির আত্মদান দিকনির্দেশনা হিসেবে কাজ করবে বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।
ওসমান হাদির মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন মহল তাঁকে ‘জুলাই বিপ্লবের শহীদ’ হিসেবে আখ্যায়িত করে তাঁর আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে, আন্দোলনের আরেক সংগঠক মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন,
“ওসমান হাদির মতো আমাদের সবার জীবন যদি ইনসাফ ও সত্যের পথে শহীদি মৃত্যু দিয়ে শেষ হয়—তবেই জুলাই বিপ্লবের চেতনা পূর্ণতা পাবে।”
তিনি আরও বলেন, ওসমান হাদির আত্মত্যাগ আগামী দিনের সংগ্রামী আন্দোলনের জন্য এক অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।