শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২

কার্তিক আরিয়ান ‘কৌন বনেগা ক্রোড়পতি’-তে অমিতাভের সঙ্গে চোখে চোখে মুখোমুখি!

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:০৯

ছবি: সংগৃহীত

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’–তে হাজির ছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান। অমিতাভের সঙ্গে মুখোমুখি বসে একের পর এক প্রশ্নের ঝড় তোলেন তিনি।

কার্তিক জিজ্ঞাসা করেন, “অমিতাভের সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড কি জয়া বচ্চন জানেন?” এই প্রশ্নে হাঁকুনে ওঠেন বিগবি। তিনি বলেন, “পাগল নাকি, আমি এটা ওকে বলব?”

এছাড়া জিজ্ঞেস করা হয়, বয়সজনিত কারণে খাবারে সতর্ক থাকতে হয়। অমিতাভ কি জয়াকে লুকিয়ে বিভিন্ন ধরনের খাবার খান?—এই প্রশ্নেও চক্ষু চড়কগাছ হয়ে ওঠে শাহেনশাহ। তাছাড়া কার্তিক বিগবিকে কোরিয়ান স্টাইলের ‘হৃদয়’ তৈরি করার কায়দা শিখিয়ে দর্শকদের বিনোদিত করেছেন।

এ অনুষ্ঠানে কার্তিকের সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেত্রী অনন্যা পান্ডে। তারা নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’–এর প্রচার করেছিলেন। সিনেমার একটি ঝলকে সাবেক প্রেমিক-প্রেমিকা কার্তিক ও অনন্যাকে চুম্বন করতে দেখা গিয়েছিল, যা নেটিজেনদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।

উল্লেখ্য, কার্তিক আর অনন্যা ২০১৯ সালে ‘পতি পত্নী অউর উয়ো’ সিনেমায় জুটি বেঁধেছিলেন। পর্দার রসায়ন বাস্তবেও প্রশংসিত হয়েছিল। অনন্যার মা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কন্যার সঙ্গে কার্তিকের জুটি তার খুবই পছন্দ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top