বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

এনসিপি ছাড়লেন আরও এক নেতা নাজমুল হাসান টিটু

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্টাটাস দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির ‘সংগঠক’ নাজমুল হাসান টিটু। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এনসিপি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বাসিন্দা নাজমুল হাসান টিটু পোস্টে লিখেছেন, “আমি কোনো দলের না, দেশের জন্য কাজ করতে চাই। আমি শাহাদাত বরন করলেও দলের পক্ষে না থেকে দেশের পক্ষে কাজ করতে চাই। বিপ্লবীদের ধারণ করার মতো রাজনৈতিক পরিবেশ না থাকায় নিজেকে সতন্ত্র ও স্বাধীন রাখতে চাই, যাতে সকল অন্যায়ের প্রতিবাদ করতে পারি এবং নিজের বিবেকের সর্বোচ্চ ব্যবহার করতে পারি। শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে নিজেকে সব সময় আত্মনিয়োজিত রাখব। তাই আমি স্বেচ্ছায় ও সজ্ঞানে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক পদ থেকে পদত্যাগ করেছি এবং নিজেকে জাতীয় নাগরিক পার্টির সব কর্মকাণ্ড থেকে সরিয়ে নিয়েছি। এনসিপির জন্য শুভকামনা রইল।”

নাজমুল হাসান টিটু সাংবাদিকদের বলেন, “রাজনীতি ছেড়ে জনগণের কাতারে চলে আসলাম। জনগণের কণ্ঠস্বর হতে চাই, কোনো রাজনৈতিক দলের না হয়ে। শহীদ ওসমান হাদীর স্বপ্নের ইনসাফের বাংলাদেশ গড়তে সব সময় লড়াই চালিয়ে যাব। হাদী ভাইয়ের হত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে।”

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি ছেড়েছেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়েছেন।

মীর আরশাদুল হক এনসিপিতে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছিলেন।

 

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top