রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

তারকা ফুটবলারের প্রেমে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

সংগৃহীত

শোবিজ অঙ্গনে প্রেম, বিয়ে ও বিচ্ছেদের গুঞ্জন নতুন কিছু নয়। এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন জনপ্রিয় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও সংগীতশিল্পী নোরা ফাতেহি। সম্প্রতি এক তারকা ফুটবলারের সঙ্গে তার নাম জড়িয়ে পড়েছে, যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এক ফুটবলারের প্রেমে নাকি বেশ মজেছেন নোরা। শুধু তাই নয়, তাদের একাধিকবার ডেটিংয়ের কথাও শোনা যাচ্ছে। মূলত নোরার একটি সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরেই এই প্রেমের জল্পনা আরও জোরদার হয়েছে।

সম্প্রতি ‘আফ্রিকা কাপ অব ন্যাশনস–২০২৫’-এর একটি ম্যাচ দেখতে মরক্কো সফর করেন নোরা ফাতেহি। জানা যায়, ওই ম্যাচেই খেলেন নোরার কথিত প্রিয় মানুষ। এর আগেও দুবাইয়ে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই প্রেমের গুঞ্জন শুরু হয়। মরক্কোতে নোরার উপস্থিতি সেই জল্পনায় নতুন করে রসদ জুগিয়েছে।

তবে নোরা ফাতেহি এবং সেই ফুটবলার—দু’জনেই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নীরবতা বজায় রেখেছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, আপাতত কাজের দিকেই পুরো মনোযোগ দিতে চান নোরা, সে কারণেই ব্যক্তিগত বিষয় আড়ালেই রাখতে চান তিনি।

এদিকে এখনো পর্যন্ত সেই রহস্যময় ফুটবলারের পরিচয় প্রকাশ্যে আসেনি। ফলে সবকিছুই রয়ে গেছে জল্পনার স্তরেই। উল্লেখ্য, আফকনের প্রথম ম্যাচে কোমোরোসকে ২-০ গোলে হারায় মরক্কো। ওই ম্যাচে গ্যালারিতে লাল পোশাকে নোরাকে দেখা যায়, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দেয়।

ম্যাচটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টও করেন নোরা। একটি ভিডিওতে দেখা যায়, এক সহচরীর সঙ্গে মরক্কোর পতাকা হাতে নৃত্যরত অভিনেত্রীকে। ক্যাপশনে ম্যাচের ফল উল্লেখ করে তিনি লেখেন, ‘খুবই হাড্ডাহাড্ডি ম্যাচ ছিল। তবে বিরতির পর আমাদের ছেলেরা ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।’

এই পোস্টের পরই প্রশ্ন উঠেছে—নোরা ফাতেহির হৃদয়ে ঠিক কোন ফুটবল তারকা জায়গা করে নিয়েছেন?

উল্লেখ্য, চলতি বছরের ৫ সেপ্টেম্বর মুক্তি পাওয়া ‘উফ ইয়ে সিয়াপা’ সিনেমায় সর্বশেষ নোরা ফাতেহিকে দেখা গেছে। জি. অশোক পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সোহম শাহ, নুশরাত ভারুচ্চা, ওমকার কাপুরসহ আরও অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top