রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২

সিসিইউ থেকে আইসিইউ—সংকটময় মুহূর্ত পার করছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

সংগৃহীত

অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার মাঝরাতে হাসপাতালের গেটে সাংবাদিকদের ব্রিফিংকালে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, দেশনেত্রীর অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখন এক সংকটময় মুহূর্ত পার করছেন।

গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর স্বাস্থ্যের ক্রমাগত অবনতি হচ্ছে। পরিস্থিতি এতটাই বেগতিক যে, বারবার তাঁকে কেবিন থেকে সিসিইউ এবং পরে আইসিইউতে স্থানান্তর করতে হয়েছে। ডায়াবেটিস, কিডনি, হার্ট ও ফুসফুসের সমস্যাগুলোর কোনো উন্নতি হচ্ছে না বরং তা ওঠানামা করছে।

লন্ডন থেকে ফেরার পর মা-কে দেখতে বারবার হাসপাতালে ছুটছেন তারেক রহমান। গতকালও তিনি দুই ঘণ্টার বেশি সময় মায়ের শয্যাপাশে কাটান। ডা. জুবাইদা রহমানের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় এই মুহূর্তে তাঁকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তাঁর পরিবার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top