চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান: শুরু হলো নতুন রাজনৈতিক পথ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলেন বিএনপি নেতাকর্মীরা। প্রথমবারের মতো রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পা রাখলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ দুপুর ১টা ৪০ মিনিটে তারেক রহমান গুলশান কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়সহ শীর্ষ নেতারা তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান। এক-এগারোর পটপরিবর্তনের পর খালেদা জিয়ার জন্য খোলা এই কার্যালয়ে এর আগে তারেক রহমান কখনোই আসেননি।
গাড়ি থেকে নেমে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে তিনি দোতলায় নিজের নির্ধারিত কক্ষে বসেন এবং স্থায়ী কমিটির সদস্যদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে লন্ডন থেকে ফিরে জিয়াউর রহমানের মাজার জিয়ারতসহ প্রয়োজনীয় নাগরিক আনুষ্ঠানিকতা শেষ করেছেন তিনি। গুলশানের পাশাপাশি নয়া পল্টন কার্যালয়েও তাঁর জন্য আলাদা কক্ষ প্রস্তুত করা হয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।