কলকাতায় এ আর রহমানের কনসার্ট স্থগিত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৬
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৩ বছর পর কলকাতার মঞ্চে ফেরার কথা ছিল অস্কারজয়ী সংগীত জাদুকর এ আর রহমানের। আগামী ১১ জানুয়ারি তার বহুল আলোচিত কনসার্ট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যখন তুঙ্গে, ঠিক তখনই নেমে এলো হতাশার ছায়া। নির্ধারিত দিনে আর হচ্ছে না সেই কনসার্ট।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আয়োজক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে—জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য মেগা কনসার্টটি স্থগিত করে আগামী ১১ এপ্রিল পুনর্নির্ধারণ করা হয়েছে। যারা ইতোমধ্যে টিকিট সংগ্রহ করেছেন এবং এপ্রিলের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তাদের জন্য টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরতের ব্যবস্থা রাখা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ জানুয়ারির মধ্যে নির্দিষ্ট ওয়েবসাইটে ই-মেইলের মাধ্যমে আবেদন করলে টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে।
হঠাৎ করে কনসার্ট পিছিয়ে যাওয়ায় সংগীত মহলে শুরু হয়েছে নানা আলোচনা। একটি গুঞ্জনে বলা হচ্ছে, প্রত্যাশার তুলনায় টিকিট বিক্রি কম হওয়ায় আয়োজকদের কিছুটা বেগ পেতে হয়েছে। তবে অন্য একটি সূত্র সামনে আনছে নিরাপত্তাজনিত কারণের কথা।
সাম্প্রতিক সময়ে বড় তারকাদের অনুষ্ঠানে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা এবং বিশেষ করে আলোচিত ‘মেসি কাণ্ড’-এর পর আন্তর্জাতিক মানের শিল্পীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা যাচ্ছে। অনেকের ধারণা, রহমানের মতো বিশ্বখ্যাত শিল্পীর নিরাপত্তা ঝুঁকি এড়াতেই কনসার্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ১৩ বছর পর কলকাতায় এ আর রহমানের কনসার্টে ফেরার বিষয়টি নিশ্চিত থাকলেও আপাতত তার সুরে ডুবে যাওয়ার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আগামী এপ্রিল পর্যন্ত। পাশাপাশি ২০২৬ সালকে সামনে রেখে ভারত ও মধ্যপ্রাচ্যে একটি বড় সংগীত সফরের পরিকল্পনাও করছেন এই কিংবদন্তি সংগীতশিল্পী। সেই সফরের তালিকায় আবু ধাবি, চেন্নাই ও আহমেদাবাদের সঙ্গে কলকাতার নামও রয়েছে।
ভক্তদের আশা, সাময়িক এই বিলম্বের পর এপ্রিলেই কলকাতার মঞ্চে ঝড় তুলবেন সুরের জাদুকর এ আর রহমান।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।