একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না: তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৭:৪৫

সংগৃহীত

অভ্যুত্থানের পর বাংলাদেশে যে নতুন পরিস্থিতি ও সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে সরকার ও বিরোধী দলসহ সবাইকে একসঙ্গে দেশ এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতারা। এ সময় যুক্তফ্রন্টের পক্ষ থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়।

বৈঠকে সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের ভিত্তি এবং একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্ব থাকবে না।

এ সময় বাম নেতারা রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করার আহ্বান জানান এবং বলেন, ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী শক্তি যেন কখনো বাংলাদেশে রাজনৈতিকভাবে ক্ষমতাসীন হতে না পারে। তারা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর জোর দেন।

বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top