বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৯:০২

সংগৃহীত

সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হয়েছে শাকিব খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘প্রিন্স’ এর শুটিং। ছবিটির একটি বড় অংশের শুটিং হবে দেশের বাইরে।

নির্মাতা আবু হায়াত মাহমুদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন, শুটিং ঢাকায় আজ থেকেই শুরু হয়েছে। যদিও শাকিব খান এখনও শুটিংয়ে অংশ নেননি, তিনি আগামী সপ্তাহ থেকে অংশগ্রহণ করবেন। ছবির প্রথম চারদিনের শুটিং হবে ঢাকায়, এরপর বাকি অংশের কাজ শ্রীলঙ্কায় সম্পন্ন হবে।

‘প্রিন্স’-এ শাকিব খানের সঙ্গে অভিনয় করবেন তিনজন নায়িকা—জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর। নির্মাতা আগে জানিয়েছিলেন, সিনেমার গল্প কোনো বাস্তব ব্যক্তির জীবনী নয়।

এছাড়া সিনেমায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজ প্রমুখ। ঘোষণার পর থেকেই ছবিটি দর্শক ও ফ্যানদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top