বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ২০:৩৭

সংগৃহীত

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথবাজারে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের নেতৃত্বে সদ্য যোগদানকৃত এসব নেতাকর্মী বিএনপির দলীয় কার্যক্রমে যুক্ত হন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্যসচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বলসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা এ সময় বলেন, তরুণদের এই যোগদান বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও সুদৃঢ় করবে এবং গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top