বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

নির্বাচন উপলক্ষে বিএনপির যৌথসভা ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৮:৫৯

সংগৃহীত

মাদারীপুরের শিবচর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রার্থীর নির্বাচনী প্রচারণা গতিশীল করতে শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে মাদবরেচর ইউনিয়নের চৌধুরী বাড়িতে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-০১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নাদিরা আক্তার। সভার পর বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান, সদস্য সচিব সোহেল রানা, সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী, শিবচর পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি বাকাউল করিম খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ খান তুরাগসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেহেদী হাসান সোহাগ, মাদারীপুর

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top