09/23/2023 কনিকা হত্যা মামলার আসামীকে জেলহাজতে প্রেরণ
লক্ষ্মীপুর প্রতিনিধি
১০ মার্চ ২০২১ ০০:১২
লক্ষ্মীপুর চাঞ্চল্যকর কনিকা দেবনাথ হত্যা মামলার এজাহারভুক্ত আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। মামলার ওয়ারেন্টভুক্ত আসামী পলাশ দেবনাথ সোমবার আদালতে হাজির হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জেলহাজতে প্রেরণ করে।
গত ১৬ জানুয়ারী ২০১৯ তারিখে শ্বশুর বাড়ির লোকজন কর্তৃক শারীরিক, মানসিক ও পারিবারিক নির্যাতনে গৃহবধূ কনিকা দেবনবথকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে পিবিআই এর দেওয়া চার্জশীটের ভিত্তিতে আসামী স্বামী পলাশ দেবনাথকে জেলহাজতে প্রেরন করা হয।
বাদী পক্ষের আইনজীবি মিজানুর রহমান বলেন, আসামী পলশ দেবনাথ জামিনের আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করে। বিজ্ঞ আদালত বাদী বিবাদী পক্ষের কৌশলীদের বক্তব্য শুনে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এনএফ৭১/আরএইচ/২০২১