ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

Nasir Uddin | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৫, ১৩:৩০

ফাইল ছবি

ফরিদপুরের বাখুন্ডায় লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে শরিফ জুটমিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহত চারজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন জোয়াত সরদার, তার সন্তান ইমন সরদার, আজিবর শেখ, ভারতী রানী। বাকি হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী হাইডেক্স নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে রাস্তার পাশে খাদে পড়ে যায় বাসটি। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ চালায়।

তিনি আরো জানান, বাসে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিল। প্রায় সবাই আহত। এর মধ্যে ৫ জন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top