শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় তীব্র তাপপ্রবাহ; তাপমাত্রা ৪২ ডিগ্রি

Nasir Uddin | প্রকাশিত: ১০ মে ২০২৫, ১৬:৫৩

ফাইল ছবি

টানা কয়েক দিন ধরেই চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি থেকে তীব্র তাপদাহ আজ রুপ নিয়েছে অতি তীব্র তাপদাহে। গত দুইদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। শনিবার (১০ মে) বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৩ শতাংশ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাব হোসেন জানান, কয়েক দিন ধরে জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। অতি তীব্র তাপপ্রবাহ রূপ নিয়েছে। শনিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ ডিগ্রি সেলসিয়াস।

সকাল থেকেই প্রখর তাপ আর ভ্যাপসা গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তীব্র গরমে ঘরে-বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আবহাওয়া বার্তায় বলা হয়েছে।
এদিকে, গরমের তীব্রতায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই গরমজনিত রোগীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া রোগী ভর্তি থাকছে প্রতিদিনই। আর তাই চিকিৎসকরা গরম জনিত রোগ থেকে বাঁচাতে নিয়মিত পরামর্শ দিচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক আলতাফ হোসেন বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ। গেল কয়েকদিন ধরে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহের কবলে পড়লো চুয়াডাঙ্গা।

আগামীতে এই তাপমাত্রা অব্যাহত থাকবে। সেই সাথে তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী ১৩ মে থেকে বৃষ্টি সম্ভাবনা আছে। তখন তাপমাত্রা কমতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top