খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত ৩

Nasir Uddin | প্রকাশিত: ১৭ মে ২০২৫, ১৫:৩৯

ফাইল ছবি

খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষ, নিহত খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মাহিন্দ্রাচালক ও কয়রা উপজেলার ভান্ডারপোল গ্রামের আনসার আলী গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৫৫), একই উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মতিউর রহমান সানার ছেলে মহিনুর ইসলাম (৩৫) ও কুশোডাঙ্গা গ্রামের মৃত নূর আলী সানার ছেলে মাওলানা আব্দুর রশিদ (৫০)। এদের মধ্যে মহিনুর ইসলাম ও আব্দুর রশিদ কয়রা উপজেলার স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক।

তাছাড়া আহত চারজন হলেন, মইনুল ইসলাম গাজী, ইউনুস, মনিরুজ্জামান ও আব্দুস সাত্তার। তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে কয়রা উপজেলা থেকে কয়েকজন শিক্ষক একটি মাহিন্দ্রাতে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে রওনা হন। সেখানে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল তাদের। যাত্রাপথে তাদের বহনকারী মাহিন্দ্রা গাড়িটি ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ফায়ার সার্ভিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঝামাঝি গোলনা নামক স্থানে পৌঁছালে একটি জ্বালানিবাহী লরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রার তিন যাত্রী নিহত হন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top