বাবার মৃত্যুর পর স্কুল ছাড়তে বাধ্য ১৪ বছরের জয় রবিদাস, স্বপ্ন দেখছে আইনজীবী হওয়ার
রংপুর প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১১

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের চৌদ্দ বছরের ছেলে জয় রবিদাস বাবার মৃত্যুর পর স্কুল ছেড়ে জুতা সেলাইয়ের কাজে বসতে বাধ্য হয়। গত ৯ আগস্ট, বাবার সঙ্গে মব সন্ত্রাসে আক্রান্ত হয়ে তার বাবা রূপলাল রবিদাস ও ভাগ্নিজামাই প্রদীপ লাল রবিদাস নিহত হন।
বাবাহীন সংসারের বোঝা কাঁধে তুলে ছোট্ট জয় পরিবারকে সহায়তা করতে শুরু করে। তবে মানুষের সহমর্মিতা এবং প্রশাসনের সহযোগিতায় সে আবার স্কুলে ফিরেছে। বর্তমানে জয় তারাগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
জয় বলেছে, “আমি নিয়মিত স্কুলে যাচ্ছি। শিক্ষক ও সহপাঠীরা সবাই আমাকে উৎসাহ দিচ্ছে। এখন আর জুতা সেলাই করতে হচ্ছে না। বড় হয়ে আমি আইনজীবী হতে চাই।”
তার মা ভারতী রানী বলেন, “আমার স্বামী ফুটপাতে জুতা সেলাই করলেও সন্তানদের শিক্ষিত করার স্বপ্ন দেখতেন। জয় আবার স্কুলে ফিরেছে– এটাই আমার কাছে সবচেয়ে স্বস্তির।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা জানান, জয় মেধাবী ছাত্র। তাকে ফেরানোর পথ সহজ ছিল না, কিন্তু এখন সে নিয়মিত ক্লাস করছে এবং মানসিকসহ সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা জানান, সরকারি-বেসরকারি সহায়তা দিয়ে পরিবারকে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা হয়েছে। জয়ের বড় বোন নুপুরের জন্য চাকরি এবং দোকানঘর দেওয়া প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে মব সৃষ্টি করে রূপলাল ও প্রদীপ লালকে হত্যা করা হয়। এ ঘটনায় তারাগঞ্জ থানায় ৫০০-৭০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।