নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাইতে গিয়ে কলেজশিক্ষার্থী খুন
নেত্রকোনা প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৪

নেত্রকোনায় ধারের টাকা ফেরত চাইতে গিয়ে মো. জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক কলেজশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত জাহাঙ্গীর সদর উপজেলার কাইলাটী গ্রামের মো. উসমান আলীর ছেলে এবং নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার কাইলাটী গ্রামে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের বড় ভাই আলমগীর চল্লিশাকান্দা বাজারে মুদি দোকান চালান। তার কাছ থেকে চার হাজার টাকা ধার নেন পাশের গ্রামের রনি ও তরিকুল। টাকা ফেরত দিতে টালবাহানা করছিল তারা। শুক্রবার রাতে আলমগীর টাকা চাইতে গেলে রনি-তরিকুলসহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
চিৎকার শুনে ঘর থেকে বের হন ছোট ভাই জাহাঙ্গীর। এ সময় প্রতিপক্ষরা তাকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আহত অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা উসমান আলী অভিযোগ করে বলেন, “ধারের টাকা ফেরত চাইতে গেলে রনি ও তরিকুলসহ ৮-১০ জন আমার দুই ছেলের ওপর হামলা চালায়। জীবন বাঁচাতে বড় ছেলে আলমগীর দৌড়ে বাড়ি এলে জাহাঙ্গীর বের হয়। তখন তারা জাহাঙ্গীরকে পেটাতে পেটাতে ব্রিজ পর্যন্ত নিয়ে যায় এবং সেখানেই মৃত্যু নিশ্চিত করে হাসপাতালে ফেলে রেখে যায়। যাওয়ার সময় আমাদের পরিবারকেও হত্যার হুমকি দিয়েছে।”
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার বলেন, “ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।