মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সাতক্ষীরায় একদিনে পাঁচটি মৃত্যু: পানিতে ডুবে নিভে গেল শিশুদের প্রাণ

সাতক্ষীরা প্রতিনিধি | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১

ছবি: সংগৃহীত

সাতক্ষীরার পাঁচটি উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশু ও এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আশাশুনি, কলারোয়া, শ্যামনগর, সাতক্ষীরা সদর ও কালিগঞ্জে এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

আশাশুনির বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে মাত্র ১৩ মাস বয়সী শিশু ঈশিতা সানা পানিতে পড়ে মারা যায়। সে মহেন্দ্র নাথ সানার মেয়ে। পরিবারের সদস্যরা জানান, মা শিশুটির হাত ধরে ছিলেন। হঠাৎ কুকুর তাড়াতে গিয়ে মায়ের হাত ফসকে শিশুটি পুকুরে পড়ে যায়। কয়েক মিনিটের মধ্যেই তার মৃত্যু হয়।

কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামে দুই বছরের শিশু ইরফান খাঁ পানিতে ডুবে মারা যায়। দুপুরে গোসল করানোর জন্য বাইরে রাখা হলে কিছুক্ষণ পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রান্নাঘরের পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

শ্যামনগরের চন্ডিপুর গ্রামে মানসিক প্রতিবন্ধী কিশোর ফয়সাল হোসেন (১৬) পানিতে ডুবে মারা যায়। রোববার সন্ধ্যায় নিখোঁজ হওয়ার পর সোমবার দুপুরে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর আবাসন প্রকল্পে ইসমাইল হোসেনের শিশু কন্যা পানিতে ডুবে মারা যায়। সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

অন্যদিকে কালিগঞ্জ উপজেলার নলতার ইন্দ্রনগর গ্রামে ১৯ মাস বয়সী লামিসা খাতুন পানিতে পড়ে মারা যায়। দুপুরে নিখোঁজ হওয়ার পর বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পুলিশ বলছে, এসব ঘটনায় তদন্ত চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top