মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

ফরিদপুরে মহাসড়ক অবরোধ: কেন এই বিক্ষোভ?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৮

ছবি: সংগৃহীত

ফরিদপুরে আবারও উত্তাল পরিস্থিতি। নির্বাচন কমিশনের সাম্প্রতিক গেজেটে সীমানা পুনর্বিন্যাসের সিদ্ধান্তের প্রতিবাদে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। ষষ্ঠ দিনের মতো এই অবরোধে পুরোপুরি বন্ধ হয়ে আছে যান চলাচল।

ক্ষোভের কারণ হলো, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ এই সিদ্ধান্ত প্রত্যাহার করা না হবে, ততক্ষণ তারা অবরোধ চালিয়ে যাবেন। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

পরিস্থিতি শান্ত করার জন্য ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছেন। অন্যদিকে, গত রাতের সহিংসতা এবং সরকারি অফিস ভাঙচুরের ঘটনা দেখতে ঢাকা থেকে ছুটে এসেছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। তিনি ঘোষণা দিয়েছেন, যারা এই ফ্যাসিস্ট কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top