প্রথম প্রেম দিবস আজ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৬

ফাইল ছবি

বিশ্বজুড়ে আজ (১৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’। প্রতিবছরই এদিন নানা আয়োজনে দিনটি উদযাপন করা হয়। দিবসটির যাত্রা শুরু হয় ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে। সেদিন থেকে যুক্তরাষ্ট্রে সরকারি ছুটিও পালিত হয়ে আসছে।

যদিও দিবসটির উৎপত্তি কিভাবে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে তারুণ্যের আবেগ থেকেই এর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। তাই দিনটিতে তরুণ-তরুণীদের উচ্ছ্বাস চোখে পড়ে টিএসসি, ক্যাফে কিংবা নানা সাংস্কৃতিক আড্ডায়।

তবে শুধু তারুণ্য নয়, সব বয়সের মানুষের মধ্যেই লুকিয়ে থাকে প্রথম প্রেমের চিরন্তন স্মৃতি। কেউ প্রকাশ করেন, কেউ বা চেপে রাখেন নিজের ভেতরে।

সাহিত্য-সংগীতেও অমর হয়ে আছে প্রথম প্রেমের ছোঁয়া। শিল্পী নচিকেতার ‘নীলাঞ্জনা’, অঞ্জনের ‘রঞ্জনা’, সুনীলের ‘বরুণা’ কিংবা জীবনানন্দের ‘শোভনা দাশ’ সবই সেই প্রথম প্রেমের প্রতিধ্বনি। কবি আহসান হাবীবও লিখেছেন “তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে , মান্না দে’র কালজয়ী গানে যেমন বলা হয়েছে “হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে” প্রথম প্রেমের স্মৃতিও তেমনই অমলিন হয়ে থাকে মানুষের মনে।

বিশেষজ্ঞদের মতে, প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন প্রতিবারই এক ভালোলাগার অভিজ্ঞতা এনে দেয়। তাই কেউ ভুলতে পারেন না জীবনের সেই প্রথম ভালো লাগার মানুষকে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top