পাটগ্রামে ধরা পড়ল চাঁদাবাজ, এক মাসের কারাদণ্ড
মিঠু মুরাদ | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২১

পাটগ্রাম উপজেলার বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে আব্দুল আজিজ (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে সরকারি নির্দেশ অমান্য করে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদাবাজির অপরাধে আজিজকে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। আটক ব্যক্তির ঠিকানা মির্জারকোট গ্রাম; তিনি মৃত আমির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়মিতভাবে পাটগ্রাম সরকারি কলেজ মোড় এলাকায় আজিজ সরকারি নির্দেশ অমান্য করে যানবাহন থামিয়ে জোরপূর্বক টাকা আদায় করতেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতকে পাটগ্রাম থানার এসআই হাসান মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, “মহাসড়কে আইন অমান্য করে যানবাহন থেকে জোরপূর্বক টাকা উত্তোলন করায় তাকে আইন অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হয়েছে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।