ডিপিডিসির বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি, ৯ ডাকাত গ্রেফতার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার পিলকুনী এলাকায় নির্মাণাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনায় র্যাব-১১ মঙ্গলবার ৯ ডাকাতকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া প্রায় অর্ধকোটি টাকার বৈদ্যুতিক সরঞ্জাম ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ২১ সেপ্টেম্বর রাতের ঘটনা, যখন তিন ডাকাত শ্রমিকের পোশাক পরে কেন্দ্রটির সিকিউরিটি গার্ডদের জিম্মি করে হাত-পা বেধে রাখে। এরপর তারা বৈদ্যুতিক সাব স্টেশন নির্মাণের জন্য রাখা কন্ডাক্টর ক্যাবল, রিং নেটওয়ার্ক, ট্রান্সফরমার ক্যাবল, তামার তারসহ আনুমানিক ৬৫ লাখ টাকার বিভিন্ন যন্ত্রাংশ ট্রাকে করে নিয়ে যায়।
র্যাব তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া মালামালসহ ডাকাত দলের সর্দার লিটনসহ ৯ জনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ট্রাক, খেলনা পিস্তল, চাকু, চাপাতি ও মোবাইল ফোন। গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি ডাকাতি মামলা রয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলমান।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।