রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত
নারায়ণগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কের শমু মার্কেট এলাকার ভূঁইয়া ব্রিজ সংলগ্ন ৩ নম্বর ইন্টারসেকশনের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-রাজধানীর ইব্রাহীমপুর এলাকার জসীম উদ্দিনের ছেলে দীপ (২০) ও মাটিকাটা এলাকার সেকান্দারের ছেলে সুমন (২১)। আহত শিক্ষার্থীর নাম রাব্বি। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই আগুন ধরে যায়। এতে দুজন নিহত হন। মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।