রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জুরাইনে রিকশা চালকের পক্ষে প্রতিবাদ করায় ইসলামী যুব নেতার ওপর হামলা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫, ১৬:১৬

ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইনে রিকশা চালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল বখাটে সন্ত্রাসী নিজেদের বিএনপির কর্মী পরিচয় দিয়ে সেখানে থাকা এক রিকশা চালকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তারা রিকশা চালকের ওপর চড়াও হয়।

এ সময় ঘটনাটি দেখে প্রতিবাদ করলে মুফতি আমির হামজার ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মাদানী বলেন,

“২৪’শে আগস্ট ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে। তাদের এখনই রুখে দিতে হবে, নয়তো বাংলাদেশকে তারা অস্থিতিশীল করে তুলবে।”

তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন,

“ঘটনার তদন্ত করে হামলায় জড়িত সব সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি বিশেষ রাজনৈতিক দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের ধারাবাহিকতা। দেশের মানুষ আগামী নির্বাচনে এর শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে ইনশাআল্লাহ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top