বিজয় দিবসে
রক্ত কণিকার আয়োজনে শহীদ মিনারে পুষ্প অর্পণ ও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৯
মহান বিজয় দিবস উপলক্ষে রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পাটগ্রামে শহীদ মিনারে পুষ্প অর্পণ এবং উপজেলা চত্বরে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।
“জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার কাজে এগিয়ে যাই” এই স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে পুষ্প অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ব্লাড গ্রুপিং কার্যক্রমে একশতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করা হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিস সানজিদা আক্তার । এছাড়া উপস্থিত ছিলেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক ।
আরও উপস্থিত ছিলেন রক্ত কণিকা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন উপদেষ্টা মো. সেলিম হোসেন ও মিঠু মুরাদ।
সংগঠনের সাধারণ সম্পাদক সুমন ইসলাম বলেন, “অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় অনেক সময় জীবন বাঁচানো সম্ভব হলেও অনেকে নিজের রক্তের গ্রুপ না জানার কারণে বিপাকে পড়েন। রক্তের গ্রুপ নির্ণয় ও মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করতেই দিনব্যাপী এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে।”
অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। এ উদ্যোগ এলাকার তরুণদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও তরুণরা এসব স্বেচ্ছাসেবী কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, রক্ত কণিকা স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় দিবসসমূহ যথাযথভাবে উদযাপন করে আসছে। মুক্তিযোদ্ধাদের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও দেশপ্রেম জাগ্রত করা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পরিচালনা এবং বেকার যুবক-যুব মহিলাদের উৎসাহিত করাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।