নাগা চৈতন্যার পরিবারে নতুন অতিথি? বাবা হওয়ার আভাস দিলেন নাগার্জুন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০৮
দক্ষিণী তারকা নাগা চৈতন্যা ও শোভিতা ধুলিপালার সংসারে নতুন অতিথি আসতে পারে এমন আভাস মিলেছে। নাগার বাবা নাগার্জুন ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, “সময়মতো ঠিক জানাব।” যদিও তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেননি, তবে এই মন্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, শোভিতা প্রেগন্যান্ট।
এর আগে, ডিসেম্বরে সাম্প্রতিকভাবে শোভিতা ধুলিপালা পরিচালক রাজ নিদিমোরুকে বিয়ে করেন। নাগা চৈতন্যার প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে তাকে বিয়ে করেছিলেন, কিন্তু চার বছর পর ২০২১ সালে তাদের সম্পর্ক শেষ হয়। ২০২৪ সালে নাগা শোভিতার সঙ্গে সংসার শুরু করেন এবং এবার নতুন সুখবরের আভাস মিলেছে।
নেটিজেনরা ইতিমধ্যেই এই সম্ভাব্য খুশির খবর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।