২০২৬ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১২
নতুন বছর সামনে রেখে ইউএই অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ১৪৪৭ হিজরির রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, রমজানের চাঁদ ১৭ ফেব্রুয়ারি দেখা যেতে পারে, ফলে পবিত্র রমজান শুরু হতে পারে ১৮ ফেব্রুয়ারি। রমজান চলবে ২৯ বা ৩০ দিন, তবে সরকারি নীতি অনুযায়ী ৩০তম দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে।
এভাবে, ঈদুল ফিতরের ছুটি সম্ভাব্যভাবে ১৯ থেকে ২২ মার্চ পর্যন্ত টানা চার দিন হতে পারে। জ্যোতির্বিদদের পূর্বাভাসে ঈদ শুরু হতে পারে ২০ মার্চ।
২০২৬ সালে ঈদুল আজহার ছুটি আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, আরাফাত দিবস হতে পারে ২৬ মে, এবং ঈদুল আজহা শুরু হতে পারে ২৭ মে, যা ২৯ মে পর্যন্ত চলতে পারে। সাপ্তাহিক ছুটি যুক্ত হলে সর্বোচ্চ ছয় দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
তবে অন্যান্য ইসলামি ছুটির মতোই চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর, এবং ছুটির দিন নির্ধারিত সময়ের কাছাকাছি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।