ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার অভিযোগে ১০ জন গ্রেপ্তার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা এলাকায় এক পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করার পর, ধর্ম অবমাননার অভিযোগ তুলে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয়। পরে কারখানার ফ্লোর ইনচার্জ আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যা করা হয় এবং মরদেহে আগুন দেওয়া হয়।

গতকাল দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪-এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‍্যাব অধিনায়ক নয়মুল হাসান। তিনি জানান, হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে র‍্যাব সাতজন এবং পুলিশ তিনজন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন কারখানার ফ্লোর ইনচার্জ মো. আলমগীর হোসেন, কোয়ালিটি ইনচার্জ মো. মিরাজ হোসেন আকন এবং অন্যান্য শ্রমিকরা। পুলিশের হাতে আটক হয়েছেন আজমল হাসান, শাহিন মিয়া ও নাজমুল।

র‍্যাব জানিয়েছে, দিপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়ার সময় কারখানার ফ্লোর ইনচার্জ দায়ী। পাশাপাশি, পুলিশের কাছে নিরাপত্তা নিশ্চিত না করার কারণে কারখানার দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত দিপু চন্দ্র দাস প্রায় তিন বছর আগে বিবাহিত ছিলেন এবং তাঁর দেড় বছর বয়সী একটি সন্তান রয়েছে। নিহতের ভাই অপু চন্দ্র দাস দাবি করেছেন, পরিবারের কাছে কোনো প্রমাণ নেই যে দিপু ধর্মীয় কটূক্তি করেছেন। তিনি ন্যায়বিচার এবং দোষীদের শাস্তি দাবি করেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে দিপুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং রাত ১০টায় সৎকার সম্পন্ন হয়।

র‍্যাব ও পুলিশ জানিয়েছেন, হত্যাকাণ্ডের পিছনের প্রকৃত কারণ উদঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে তারা তৎপর রয়েছে। এ সংক্রান্ত তদন্ত এখনও চলমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top