শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

শরীয়তপুরে বোমা তৈরির সময় ভয়াবহ বিস্ফোরণ নিহত ১, আহত ২

শরীয়তপুর প্রতিনিধি: | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৫:৫৫

ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দী গ্রামে একসঙ্গে বিপুল সংখ্যক ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় সোহান বেপারী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে নবীন সরদারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (তারিখ) ভোর রাত আনুমানিক ৪টার দিকে ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারীর চাচাতো ভাই সাগর বেপারীর নির্মিত একটি দুচালা টিনের ঘরে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক ওয়ারিশ সূত্রে পাওয়া জমিতে প্রায় দুই মাস আগে দুচালা ও বারান্দাসহ টিনের ঘরটি নির্মাণ করেন সাগর বেপারী। বিদ্যুৎ সংযোগ না থাকায় তিনি পরিবার নিয়ে সেখানে বসবাস করতেন না। বৃহস্পতিবার ভোরে বিকট শব্দে একের পর এক ককটেল বিস্ফোরণে ঘরটির চালা ও বেড়া উড়ে যায়। ঘটনাস্থলে ঘরের ভেতরে ও আশপাশে রক্তের দাগ পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশের গ্রামের কয়েকজন ব্যক্তি রাতের নিরিবিলি সময়ে ওই ঘরে ককটেল বোমা তৈরি করছিলেন। অসাবধানতাবশত বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই সোহান বেপারী নিহত হন। তার মরদেহ প্রায় এক কিলোমিটার দূরে একটি কৃষিজমি থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করে জাজিরা থানা পুলিশ।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন শরীয়তপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. তানভীর হোসেন পিপিএমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন বলেন,
“গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। দুই দিন আগে সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে জাবেদ শেখ নামে একজনের হাতের কবজি উড়ে যায়। ওই ঘটনার জের ধরে বোমা তৈরি হচ্ছিল নাকি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাশকতার উদ্দেশ্যে এসব বোমা তৈরি করা হচ্ছিল—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।”

ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের মতে, ইউপি চেয়ারম্যান কুদ্দুস বেপারী ও সাবেক চেয়ারম্যান মাদবরের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে, যা সময়ের সঙ্গে সহিংস রূপ নিচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top