বৃহঃস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৫৬

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা মারা গেছেন।

রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়েছে। তিনি সোমবার কর্মস্থলে অসুস্থ বোধ করলে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

ফেরদৌস আরা ৩৬ বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তিনি ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক কার্যালয়ে কর্মরত ছিলেন।

তার বাবা ঢাকার যাত্রাবাড়ী থানার শেখদী এলাকায় থাকতেন এবং শশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার খানে।

বাঞ্ছারামপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. রবিউল হাসান ভূঁইয়া জানান, সোমবার অসুস্থ বোধ করলে তিনি চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলেন। হাসপাতালে ভর্তি অবস্থায় তিনি মাইগ্রেনের কারণে আক্রান্ত ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, তাঁকে শ্বশুরবাড়ি দাউদকান্দিতে দাফন করা হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top