ঈদে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকার নোট ছাড়ার রেওয়াজ নতুন নয়। দীর্ঘদিন ধরে এ রেওয়াজ চলে আসলেও এবার তাতে ছেদ পড়ছে। আসছে রোজার ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট ছাড়া হবে না। এ খবর জানিয়েছে, বাংলাদেশ ব্যাংক।
এর আগে বলা হয়েছিল, ঈদ সামনে রেখে আগামী ১৯ মার্চ থেকে নতুন টাকা পাওয়া যাবে। আগের নকশার সেসব নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে।
বঙ্গবন্ধুর ছবি বাদ দিয়ে নতুন নকশার টাকার নোট এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে বাজারে আসবে। এমনটাও জানানো হয় তখন।
এবার ঈদে ব্যাংক থেকে কোনো নতুন নোট মিলবে না। কারণ জানা গেছে। টাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি আছে। এখানেই কয়েকটি পক্ষের আপত্তি। যার ফলে ঈদে নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বিভিন্ন ব্যাংকে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাঠানো এ চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার জন্য পরামর্শ দেওয়া হলো।
পাশাপাশি ব্যাংকের শাখায় যে নতুন নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় করা যাবে না। তবে বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিসহ যেসব নোট রয়েছে, তার ব্যবহার চলতে থাকেবে। আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনার চেষ্টা চলছে বাংলাদেশ ব্যাংকের।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।