শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম আবারও বাড়াল বিইআরসি

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ডিসেম্বর মাসের জন্য নতুন এলপি গ্যাসের দাম ঘোষণা করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২১৫ টাকা থেকে ১ হাজার ২৫৩ টাকা করা হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিইআরসি এই নতুন মূল্য ঘোষণা করে, যা আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

বিইআরসির তথ্যানুসারে, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম হচ্ছে ১ হাজার ২৫৩ টাকা। একই সাথে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে, আগের ৫৫ টাকা ৫৮ পয়সার পরিবর্তে এখন প্রতি লিটার ৫৭ টাকা ৩২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ২ নভেম্বর এলপি গ্যাসের দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন অটোগ্যাসের দামও ১ টাকা ১৯ পয়সা কমিয়ে প্রতি লিটার ৫৫ টাকা ৫৮ পয়সা করা হয়।

নতুন মূল্য নির্ধারণের ফলে ভোক্তাদের মাসিক গ্যাস ব্যয়ে কিছুটা বাড়তি চাপ পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top