মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

অভিনেতা রাজীবের মৃত্যুর ১৭ বছর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২১, ০২:৪৩

অভিনেতা রাজীবের মৃত্যুর ১৭ বছর

ঢাকাই ছবিতে আশি থেকে নব্বয়ের দশকে এক শক্তিমান অভিনেতার নাম ওয়াসীমুল বারী রাজীব। রবিবার (১৪ নভেম্বর) এই অভিনেতার ১৭তম মৃত্যুবার্ষিকী। রুপালি পর্দার দাপুটে এ অভিনেতা তার অসংখ্য ভক্তকে কাঁদিয়ে ২০০৪ সালের ১৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশের অন্যতম সফল খলনায়ক রাজীব ১৯৫২ সালের ১ জায়ারি পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। চিত্রপরিচালক কাজী হায়াতের 'খোকন সোনা' নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৮২ সালে রুপালি পর্দায় পা রাখেন রাজীব।

চলচ্চিত্রপ্রেমীদের কাছে তিনি রাজীব নামেই বেশি পরিচিত ছিলেন। প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রয়াত এই খল নায়ক। অভিনয়ের বাইরে তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।

রাজীব অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই, বিদ্রোহ চারিদিকে, দাঙ্গা প্রভৃতি।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top