এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।
ভারতীয় সুন্দরীরা সেই কবে থেকেই মেট গালার রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। যদিও ২০১৭ সালে প্রিয়াঙ্কা চোপড়ার হাত ধরেই ফ্যাশন ইভেন্ট বলিউডে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। পরে অবশ্য দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটরাও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন।
জি-নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা। কালো রঙের পোশাকে মেট গালার মঞ্চে বলিউড বাদশাহকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছেন। তবে তার ফাইনাল লুক কেবল রেড কার্পেটেই দেখা যাবে।
চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধু আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়।
২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। ১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন।
বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে বিস্তৃতি ঘটে এই অনুষ্ঠানের।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে ৫ মে।
মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজপোশাকে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।