শাকিবের নতুন সিনেমার নায়িকা কে ?

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৮:০৮

ছবি: সংগৃহীত

মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমার নায়িকা তানজিন তিশা এমনই গুঞ্জন শোনা যাচ্ছে বিনোদন অঙ্গনে । বিনোদন দুনিয়ায় মাঝেমধ্যে যেসব গুঞ্জন শোনা যায় তার মধ্যে কিছু গুঞ্জন সত্য হতে দেখা যায় ।এইবার এই গুঞ্জন শুরু হয়েছে ঢালিউডের দুই বড় বাজেটের সিনেমা নিয়ে। সিনেমা দুটি পরিচালনা করছেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ এবং জনপ্রিয় পরিচালক রায়হান রাফি ।

সাকিব ফাহাদের পরিচালনায় নায়ক শাকিবের সঙ্গে নায়িকা তিশার অভিনয়ের গুঞ্জন চারিদিকে শোনা যাচ্ছে ।অন্য সিনেমাটি রায়হান রাফীর পরিচালনায় সিয়ামের বিপরীতে নায়িকা হিসেবে তুষির কথা শোনা যাচ্ছে। শোনা দুই নায়কের নায়িকা নিয়ে গুঞ্জন কি সত্য হতে চলেছে?এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনো কথা বলা হয় নি ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়,রায়হান রাফির হরর সিনেমাটির নাম ‘আন্ধার’।তবে সাকিব ফাহাদ নির্মিত সিনেমাটির নাম আপাতত প্রকাশ করতে চান না তাঁরা। তবে সরকারি এক কর্মকর্তার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। সেনা অফিসার, নাকি পুলিশ কর্মকর্তা, এটা এখনো জানাতে চান না কেউ। পরিচালক সাকিব শুধু এটিই বললেন, ‘আমাদের গল্পটা একদমই বাংলাদেশের। দেশের গল্প। দেশপ্রেমের গল্প। এটুকুই বলতে পারি।’
অন্যদিকে রাফী এবার আসছেন ভৌতিক ঘরানার সিনেমা নিয়ে। রহস্য ও প্রতিশোধের গল্প এতে উঠে আসবে। তবে গল্প নিয়ে এখনই কিছু বলতে চান না তিনিও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top