রিয়ামনির সঙ্গে 'ঝামেলা মেটালেন' হিরো আলম
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২৬ আগষ্ট ২০২৫, ১৬:১১

বরগুনায় শ্বশুরবাড়ি গিয়ে রিয়ামনির সঙ্গে 'ঝামেলা মেটালেন' আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম । হিরো আলমকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছিলেন স্ত্রী রিয়া মনি । যার কারনে এই কনটেন্ট ক্রিয়েটর আত্মহত্যার করার স্বীদ্ধান্ত নিয়েছিলেন । তবে সন্তানদের কথা ভেবে এই স্বীদ্ধান্ত থেকে দূরে সরে যান তিনি । তার কিছুদিন পর আলম হার্ট এটাক্ট করে হাসপাতালে ভর্তিও হয়েছিলেন ।
তবে এরইমধ্যে জানা গেল, স্ত্রী রিয়া মনির খোঁজে হিরো আলম শ্বশুরবাড়িতে গিয়ে উঠেছেন । রিয়া মনির সঙ্গে যে ঝামেলা ছিল তা মিটমাট হয়ে গেছে। দুজন একসঙ্গে থাকার কথাও জানিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।