বাগদানে বিশ্বজুড়ে আলোড়ন তুললেন টেলর সুইফট ও কেলস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগষ্ট ২০২৫, ১৬:৫৭

টেলর সুইফট এবং কেলসের বাগদানের খবর ছড়িয়ে দিয়েছে বিশ্বজুড়ে আলোড়ন। গত মঙ্গলবার গভীর রাতে যুগলটি ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সুখবর জানায়। ছবিতে দেখা যায় কেলস হাঁটু গেড়ে বসে সুইফটকে আংটি পরাচ্ছেন।
ছবির ক্যাপশনে তারা রসিকতার সঙ্গে লিখেছেন—তোমাদের ইংরেজি শিক্ষিকা আর জিম শিক্ষকের বিয়ে হতে যাচ্ছে। পোস্টটি কয়েক ঘণ্টার মধ্যে ১ কোটিরও বেশি লাইক পেয়েছে।
কেলস যে আংটিটি দিয়েছেন সেটি নিউইয়র্কভিত্তিক জুয়েলারি ব্র্যান্ড আর্টিফেক্স ফাইন জুয়েলারি থেকে কিনড্রেড লুবেকের হাতে তৈরি। গুগলে সুইফটের নাম লিখলেই কনফেটি ঝরে পড়ছে, যা ভক্তদের জন্য ছিল বাড়তি চমক।
ন্যাশনাল ফুটবল লিগ ও অসংখ্য সেলিব্রিটি তাদের জন্য শুভকামনা জানিয়েছেন। এমনকি মার্কিন প্রেসিডেন্টও মন্তব্য করেছেন—কেলস দুর্দান্ত খেলোয়াড়, টেলর অসাধারণ শিল্পী।
সুইফট–কেলস জুটি প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে। এর পর থেকে তারা একাধিকবার প্রকাশ্যে রোমান্টিক মুহূর্ত উপস্থাপন করেছেন, যেমন ২০২৪ সালে কেলসের সুপার বোল জয়ের পর মাঠে ভাইরাল মুহূর্ত।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।