সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন তিনজন

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৩

ছবি: সংগৃহীত

আলোচিত টিকটকার প্রিন্স মামুনের সেলুন পরিচালনা করবেন অপু বিশ্বাস , মাসুদ খান এবং কাজী মাহফুজ এমনই তথ্য জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস । একসময় ঢালিউডে উচ্চ পারিশ্রমিক পেতেন এই নায়িকা ।তবে হাতে বর্তমানে সিনেমার কাজ নেই বলে নিজের ব্যবসার পরিধিও বড় করছেন অপু বিশ্বাস । বর্তমানে তার একটি পার্লার রয়েছে ।

সম্প্রতি প্রিন্স মামুনের ‘প্রিন্স কাট’ সেলুনটি কিনে নিয়েছেন নায়িকা । এ নিয়ে প্রিন্স মামুন সাংবাদিকদের বলেন, ‘অপু আপুর সঙ্গে এটা নিয়ে কি ডিল হয়েছে, আমরা সব বিস্তারিত পরে জানাব। সেলুনটি এখন অপু আপু পরিচালনা করছেন।’এরপর সাংবাদিকদের মুখোমুখি হন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘যখন কোনো কিছু বিক্রি হয়ে যায়, তখন সেটা তারই হয়ে যায়। এই সেলুনটি আমি (অপু বিশ্বাস), মাসুদ খান এবং কাজী মাহফুজ- এই তিনজন মিলে আমরা পরিচালনা করব’ ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top