স্মৃতির আয়নায় অমর নায়ক সালমান শাহ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক, ঢালিউডের হার্টথ্রব—সালমান শাহ। মাত্র ২৫ বছরের জীবনে আর সাড়ে তিন বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছিলেন ২৭টি সিনেমা।

১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে শুরু, তারপর একে একে ‘আনন্দ অশ্রু’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘স্বপ্নের পৃথিবী’—প্রতিটি ছবিতেই নতুন রূপে মুগ্ধ করেছেন দর্শককে।

সালমান মানেই ছিল স্টাইল, অভিনয় আর নতুনত্বের মিশেল। সহশিল্পীরা আজও তাকে স্মরণ করেন শ্রদ্ধা আর ভালোবাসায়। গায়ক আগুনের সঙ্গে তার ছিল দারুণ বন্ধুত্ব, প্রায় সব হিট গানেই জুটি হয়ে এসেছেন তারা।

কিন্তু ১৯৯৬ সালের আজকের দিনে হঠাৎই সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান সালমান শাহ। এখনো তার মৃত্যু রহস্যই রয়ে গেছে অমীমাংসিত। যুগ পেরিয়েও দর্শকের হৃদয়ে আজও জ্বলজ্বলে তিনি। স্মৃতির আয়নায় চির অমর—সালমান শাহ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top