রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

আতিফ আসলাম আসছে ঢাকায়, কনসার্ট হবে ১৩ ডিসেম্বর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৫১

সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম আবারও আসছেন বাংলাদেশে। আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে তার কনসার্ট ‘এক্স ফোর্স প্রেজেন্টস আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’।

আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনক.-এর তথ্যমতে, কনসার্টটি ঢাকার ১০০ ফিট ও ৩০০ ফিট এলাকার মধ্যবর্তী একটি আধুনিক ও নিরাপদ আউটডোর আডিটোরিয়ামে হবে। দর্শক সহজভাবে পৌঁছাতে পারবেন এমনভাবে ভেন্যু প্রস্তুত করা হচ্ছে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবের কারণে ভক্তদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয় যে আতিফ আসলাম আসছেন না বা ভেন্যু চূড়ান্ত হয়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে ভেন্যুর নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। প্রয়োজনীয় সব অনুমোদন ও প্রস্তুতিও ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

নিজেও ভক্তদের আশ্বস্ত করেছেন আতিফ আসলাম। তার ভেরিফায়েড ফেসবুক পেজে কনসার্টের পোস্টার শেয়ার করে নিশ্চিত করেছেন যে তিনি শুধুমাত্র এই কনসার্টে অংশ নিতে ঢাকায় আসছেন।

মেইন স্টেজ ইনক.-এর মুখপাত্র রিসালাত জানান, “ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক, নিরাপদ ও স্বচ্ছভাবে আয়োজন করা হচ্ছে। ভক্তদের অনুরোধ, কোনো গুজবে কান দেবেন না। টিকিট বিক্রি চলছে শুধুমাত্র Chologhuri.com-এ। অন্য কোনো মাধ্যমে বা ব্যক্তির মাধ্যমে টিকিট বিক্রি করা হচ্ছে না। প্রতিটি টিকিট কিউআর কোডের মাধ্যমে যাচাই করা হবে।”

শুধু আতিফ আসলামই নয়, কনসার্টে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পী। আয়োজকরা আরও জানিয়েছে, টিকিট বিক্রির একটি অংশ PUSAB-এর মাধ্যমে ‘জুলাই বিপ্লবের ফাইটার’ এবং তাদের পরিবারের সহায়তায় ব্যবহার করা হবে।

আয়োজকরা নিশ্চিত করেছেন, দর্শক, শিল্পী ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুষ্ঠানটির প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top