আতিফ আসলামের ঢাকার কনসার্ট বাতিল, ভক্তদের হতাশা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৬
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলম এর বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানান।
পোস্টে আতিফ লিখেছেন,
“প্রিয় বাংলাদেশি ভক্তবৃন্দ, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ১৩ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত কনসার্টে আমরা গান পরিবেশন করতে পারছি না।”
কনসার্ট বাতিল হওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি উল্লেখ করেন,
“কনসার্টের আয়োজক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং অন্যান্য সরঞ্জাম সঠিকভাবে প্রস্তুত ও নিষ্পত্তি করতে পারেননি।”
এই কনসার্টে আতিফ আসলামের সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান, ফিডারস এবং আরও অন্যান্য জনপ্রিয় শিল্পীর। তবে অনুমতি না মেলায় শেষ পর্যন্ত অনুষ্ঠান বাতিল করতে হয়েছে।
এর আগে পাকিস্তানের অন্যান্য শিল্পীর কনসার্টও অনুরূপ কারণে বাতিল হয়েছে। গত মাসে পাকিস্তানের সুফি-রক শিল্পী আলী আজমতের কনসার্ট বাতিল হয়েছিল, এবং পাকিস্তানি ব্যান্ড ‘কাবিশ’ অনুমতি না মেলায় ঢাকায় এসে ফিরে যায়।
আতিফ আসলামের কনসার্ট থেকে প্রাপ্ত মোট লভ্যাংশের ৪০ শতাংশ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদানের কথা ছিল। কনসার্ট বাতিল হওয়ায় ভক্তরা হতাশ হলেও সামাজিক মাধ্যমে আতিফ আসলমের সিদ্ধান্তকে সমর্থন জানাচ্ছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।