জনপ্রিয় গায়িকাকে নগ্ন ভিডিও দেখিয়ে হেনস্তা ও সন্তানদের হত্যার হুমকি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:২৩
দক্ষিণী চলচ্চিত্র জগতের পরিচিত সংগীতশিল্পী ও রেডিও জকি চিন্ময়ী শ্রীপদা সম্প্রতি ভয়াবহ সাইবার আক্রমণের শিকার হয়েছেন। একটি অজ্ঞাতপরিচয় সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে তাকে নগ্ন ছবি পাঠানোসহ অকথ্য ভাষায় গালিগালাজ এবং তার দুই সন্তানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে চিন্ময়ী জানান, নেটিজেনদের একাংশ তার ইনবক্সে ধারাবাহিকভাবে আপত্তিকর বার্তা পাঠাচ্ছে এবং সন্তানদের ক্ষতি করার হুমকি দিচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুতর হওয়ায় তিনি ইতোমধ্যে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলেও জানান।
জানা গেছে, এই হেনস্তা ও হুমকির সূত্রপাত তার স্বামী, অভিনেতা ও পরিচালক রাহুল রবীন্দ্রন-এর একটি সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে। রাহুল তার আসন্ন চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এর প্রচারের সময় সমাজে প্রচলিত মঙ্গলসূত্র প্রথা নিয়ে নিজের মত প্রকাশ করেন। তিনি বলেন,
“মঙ্গলসূত্র পরিধান করা ব্যক্তিগত পছন্দের বিষয় হওয়া উচিত। সমাজে নারীদের জন্য যেমন কিছু প্রতীক বাধ্যতামূলক হিসেবে দেখা হয়, পুরুষদের ক্ষেত্রে তেমন কোনো নিয়ম নেই।”
এই মন্তব্যের জেরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয় এবং তার প্রভাব গিয়ে পড়ে চিন্ময়ীর ওপর। সমালোচনার মাত্রা ছাড়িয়ে বিষয়টি হুমকি ও সাইবার নির্যাতনের পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন এই সংগীতশিল্পী।
চিন্ময়ী শ্রীপদা ২০১৪ সালে রাহুল রবীন্দ্রনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির দুটি সন্তান রয়েছে। মাত্র ১৬ বছর বয়সে কিংবদন্তি সংগীত পরিচালক এ. আর. রহমান-এর হাত ধরে তামিল চলচ্চিত্রে প্লেব্যাক শিল্পী হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন চিন্ময়ী।
উল্লেখ্য, ২০১৮ সালে #MeToo আন্দোলনের সময় গীতিকার বৈরামুথু-র বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলে ধরার পর তিনি ব্যাপক আলোচনার কেন্দ্রে আসেন। ওই আন্দোলনের জেরে তাকে ডাবিং অ্যাসোসিয়েশন থেকে নিষিদ্ধও করা হয়েছিল।
সাম্প্রতিক এই সাইবার হুমকির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের একাংশ চিন্ময়ীর পাশে দাঁড়িয়ে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।