তুর্কি অভিনেত্রী হ্যান্ডে এরচেলের নতুন লুকে হতাশ ভক্তরা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭
ইউটিউব বা ফেসবুকের শর্টস ও রিলসে নিয়মিত দেখা যায় হ্যান্ডে এরচেলকে। হিন্দি বা বাংলা গানের মিক্সে তার উপস্থিতি নজর কাড়লেও, তার জনপ্রিয়তার মূল কারণ নয় এটি। বরং তুর্কি ড্রামা দর্শকরা তাকে ভালোভাবে চেনেন। গোলগাল, মায়াবী হাসি এবং মিষ্টি চেহারার জন্য তিনি আন্তর্জাতিকভাবে পরিচিত। হ্যান্ডে এরচেল, যাকে অনেকেই ‘হায়াত’ চরিত্রের জন্য চেনেন, বিশেষ করে ‘আশক লাফতান আনলামাজ’ নাটকে তার সাবলীল অভিনয় বাংলাদেশেও তাকে জনপ্রিয় করেছে।
কিন্তু সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে হ্যান্ডে এরচেলের চেহারা সম্পূর্ণ পরিবর্তিত দেখায় ভক্তদের মধ্যে বিস্ময় এবং হতাশা সৃষ্টি করেছে। অতিরিক্ত ওজন হ্রাস এবং শার্প ফেসিয়াল গঠন তাকে আগে যেভাবে সবাই চিনত, তেমন আর চেনা যাচ্ছেনা।
সামাজিক মাধ্যমে তার নতুন লুক নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। একজন নেটিজেন লিখেছেন, “সুখে থাকলে ভূতে কিলায়।” আরেকজন মন্তব্য করেছেন, “ইনি দিন দিন তার স্বাভাবিক সৌন্দর্য ধ্বংস করে ফেলছে।” অনেকের মতে, অতিরিক্ত ওজন হ্রাস এবং ফেসিয়াল পরিবর্তনের ফলে তিনি কৃত্রিম বা ‘আর্টিফিশিয়াল’ হয়ে গেছেন। আবারো অনেকে আগের হ্যান্ডে এরচেলকেই বেশি পছন্দ করছেন।
বিশেষজ্ঞরা মনে করছেন, ক্যারিয়ার বা আধুনিক ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে তাল মিলাতে হ্যান্ডে হয়তো নিজেকে এইভাবে বদলেছেন। তবে কারণ যা-ই হোক, ভক্তদের হৃদয়ে যে ‘হায়াত’ গেঁথে আছে, সেই চরিত্রটি এই নতুন লুকে তারা খুঁজে পাচ্ছেন না।
হ্যান্ডে এরচেল শুধু তুরস্কের নামকরা অভিনেত্রীই নন; তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী তারকা। ‘সেন কাল কাপিমি’ বা ‘ইউ নক অন মাই ডোর’ ধারাবাহিকের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। বহুবার বিশ্বের সেরা সুন্দরীর তালিকায় তার নাম এসেছে। সম্প্রতি এই ট্রান্সফরমেশন নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।