‘হাওয়া’র পর এবার ‘রইদ’: রটারড্যাম উৎসবে ইতিহাস গড়ল সুমন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১

সংগৃহীত

‘হাওয়া’র তুমুল সাফল্যের পর নির্মাতা মেজবাউর রহমান সুমন ফিরছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’ নিয়ে। যার ট্রেইলার প্রকাশ পেল গতকাল ১৬ই ডিসেম্বর। তবে এবারের গল্পে আছে বড় চমক! নির্মাতা জানালেন, সিনেমাটি মূলত আদম ও হাওয়ার সেই হাজার বছরের পুরনো আখ্যানকে বর্তমানে পুনর্নির্মাণ করার চেষ্টা।

মুক্তির আগেই ‘রইদ’ গড়েছে বড় ইতিহাস। বিশ্বের মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগ ‘টাইগার কম্পিটিশন’-এ প্রথম বাংলাদেশি ছবি হিসেবে এটি নির্বাচিত হয়েছে।

চিত্রশিল্পী এস এম সুলতানের দেখা গ্রামীণ বাংলার আবহ সিনেমার প্রতিটি পরতে ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষিসহ অনেকে। বঙ্গ’র প্রযোজনায় নির্মিত এই ছবিটি আগামী বছর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। বাংলাদেশের সিনেমার জন্য এটি একটি বড় মাইলফলক।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top