বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

শ্রীলঙ্কা সফরে রাশমিকা মান্দানা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭

সংগৃহীত

দক্ষিণী সিনেমার ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকা মান্দানা কি তবে সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে, গোপনে বাগদানও সেরে ফেলেছেন এই তারকা জুটি। যদিও এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কিছু বলেননি, তবে রাশমিকার সাম্প্রতিক শ্রীলঙ্কা সফর নতুন করে জল্পনার পারদ চড়িয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বান্ধবীদের সঙ্গে শ্রীলঙ্কায় কাটানো ছুটির বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাশমিকা। সমুদ্র, রোদ আর অবকাশযাপনের আনন্দে মেতে ওঠা সেই ছবিগুলো দেখে নেটিজেনদের প্রশ্ন—এটা কি নিছকই ছুটি, নাকি বিয়ের আগে ‘ব্যাচেলরেট ট্রিপ’?

ইনস্টাগ্রামে দেওয়া ছবিগুলোর ক্যাপশনে রাশমিকা লেখেন, ‘কাজের ফাঁকে হঠাৎ দুই দিনের ছুটি পেয়েছিলাম। এই সময়টা উপভোগ করতে চেয়েছিলাম বলেই বান্ধবীদের নিয়ে শ্রীলঙ্কার এই সুন্দর জায়গাটা বেছে নিই। দারুণ কেটেছে আমাদের ছুটি। যারা আসতে পারেনি, তাদের খুব মিস করছি।’

তবে ছবির লোকেশন বা ছুটির আমেজের চেয়েও বেশি আলোচনায় এসেছে রাশমিকার হাতের একটি আংটি। ছবিতে তার অনামিকায় স্পষ্ট দেখা যাচ্ছে একটি বড় হীরার আংটি। আর সেটিই অনুরাগীদের একাংশকে ভাবাচ্ছে—তবে কি বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বাগদান ইতিমধ্যেই সেরে ফেলেছেন অভিনেত্রী?

এদিকে গুঞ্জন রয়েছে, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানের উদয়পুরের কোনো রাজকীয় প্রাসাদে বসতে পারে রাশমিকা-বিজয়ের বিয়ের আসর। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত দুজনই নীরব রয়েছেন।

সব মিলিয়ে হঠাৎ এই বান্ধবী-ঘেরা সফর, আর অনামিকার হীরার আংটি—দুটোই ভক্তদের মনে বিয়ের জল্পনাকে আরও উসকে দিচ্ছে। এখন দেখার, ব্যাচেলরেট ট্রিপের গুঞ্জনের পর সত্যিই কি বিয়ের সুখবর শোনান রাশমিকা মান্দানা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top