বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

সিয়াম আহমেদকে নিয়ে ‘রাক্ষস’, রক্ত আর ভায়োলেন্সে মোড়া ফার্স্ট লুকে চমক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮

সংগৃহীত

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শেহরিন সুমি হাজির হলেন নতুন চমক নিয়ে। এবার তাদের নতুন অস্ত্র চিত্রনায়ক সিয়াম আহমেদ। বুধবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে তাদের নতুন চলচ্চিত্র ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা প্রকাশের পরপরই নেটদুনিয়ায় তুমুল আলোড়ন তুলেছে।

মাত্র কয়েক সেকেন্ডের এই ফার্স্ট লুকেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে, ‘বরবাদ’-এর চেয়েও আরও ভয়ংকর, ভায়োলেন্সে ভরপুর ও অন্ধকার গল্প নিয়ে ফিরছেন নির্মাতারা। প্রকাশিত ঝলক দেখে অনেক দর্শকই শিউরে উঠেছেন।

ফার্স্ট লুকে দেখা যায় এক লোমহর্ষক দৃশ্য। ধবধবে সাদা ঘরের মেঝে জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। মাঝখানে একটি রক্তভরা বাথটাব, যেখানে নিথর পড়ে আছে একটি বাঘ। বাথটাবের পাশে সাদা স্যুট-বুট পরিহিত সিয়াম আহমেদ—এক হাতে চায়নিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। তিনি গুলি ছুড়ছেন মৃত বাঘটির দিকে। চোখেমুখে বিষণ্নতার ছাপ, আর দাঁতে কামড়ে ধরা একটি গোলাপ ফুল—সব মিলিয়ে ‘রাক্ষস’ যেন প্রেম আর ধ্বংসের অদ্ভুত সমন্বয়ের গল্প।

বুধবার এফডিসিতে আয়োজিত ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক উন্মোচন অনুষ্ঠানে সিয়াম আহমেদ জানান, এই চরিত্রের জন্য তাকে টানা ৯ মাস ধরে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে। সিনেমার মূল ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “ভালোবাসার জন্য একজন মানুষ কতটা ভায়োলেন্ট হয়ে উঠতে পারে, সেটাই ‘রাক্ষস’-এর গল্প।”

এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে। নির্মাতারা জানিয়েছেন, ছবিটির ক্যানভাস বেশ বড়। দেশের পাশাপাশি শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায়ও সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং হবে।

‘বরবাদ’-এর পর নির্মাতারা হয়তো অপেক্ষাকৃত নমনীয় কোনো গল্পে যাবেন—এমন ধারণা থাকলেও ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক প্রকাশের পর তা পুরোপুরি ভেঙে গেছে। বরং এবার মেহেদী হাসান হৃদয় ঢাকাই সিনেমায় ভায়োলেন্স ও অন্ধকার জগতের এক নতুন সীমা ছুঁতে চলেছেন বলেই মনে করছেন দর্শকরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top