দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্যের সঙ্গে বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, বিয়ে ২৩ জানুয়ারি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২৬, ১৭:০৭
দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার (১৯ জানুয়ারি) বাগদানের আবেগঘন মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন তিনি।
প্রকাশিত ছবিতে দেখা যায়, একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা ও দেবমাল্য। পরে হাতের আংটি প্রদর্শন করে ক্যামেরার সামনে পোজ দেন হবু দম্পতি। ছবির ক্যাপশনে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী ‘শুধুই আমার’।
মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয়, যা মধুমিতার সঙ্গে তাঁর মিল আরও গভীর করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনার। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরেই নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।