হাদির ওপর হামলা: ভুয়া নম্বর প্লেট ও মোটরসাইকেল উদ্ধার
জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে হামলার সময় মোটরসাইকেলে ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটিও উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলার পর ব্যবহৃত ভুয়া নম্বর প্লেটটি একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়েছে।
জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে আলোচনায় আসা শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।
গত শুক্রবার গণসংযোগের উদ্দেশ্যে রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে তিনি হামলার শিকার হন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, চলন্ত একটি রিকশায় থাকা হাদিকে চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি গুলি করেন। গুলিটি তার মাথায় লাগে এবং তিনি গুরুতর আহত হন।
পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধারের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্তে অগ্রগতি হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিস্তারিত আসছে…
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।